‘আপনি কাবুলে, বাড়িতে আসছেন না কেন?’
শুক্রবার দুপুর। ভারতীয় সময় দেড়টা। আফগানিস্তান সফরের শেষ পর্যায়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কল দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজকে। অল্প সময় ধরে চলে কথোপকথন।
ওই কথোপকথনের একপর্যায়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে ফোনালাপের জন্য সুষমাকে ধন্যবাদ জানান মোদি। ভারতের প্রধানমন্ত্রী সুষমাকে আরো বলেন, ৬৬তম জন্মদিনে আফগানিস্তান থেকে কল করে নওয়াজ শরিফকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
হিন্দুস্তান টাইমসের (এইচটি) খবরে বলা হয়, মোদি ও নওয়াজের ওই কথোপকথন প্রকাশ করেছে ভারত সরকারের উচ্চ পর্যায়ের কিছু সূত্র। ওই কথোপকথনের একপর্যায়ে নওয়াজ ভারতের প্রধানমন্ত্রীকে বলেন, ‘আপনি কাবুলে। কেন বাড়িতে (লাহোর) আসছেন না?’
ওই কথোপকথনের পরই আকস্মিক সফরে আফগানিস্তান থেকে পাকিস্তান যান মোদি।
এ বিষয়ে জানতে চাইলে বিজেপির মুখপাত্র শ্রীকান্ত শর্মা এইচটিকে বলেন, ‘বৃত্তের বাইরের উদ্যোগের জন্য মোদিজি পরিচিত। শপথ গ্রহণের দিনেই তিনি সার্কভুক্ত দেশগুলোর নেতাদের নিমন্ত্রণ জানিয়েছিলেন।...তিনি (মোদি) পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তাঁকে আহ্বান জানানোয় আফগানিস্তানের কাছাকাছি লাহোরে যান। সেখানে যাওয়া ছিল সাহসী সিদ্ধান্ত। মোদিজির মতো একজন বলিষ্ঠ নেতাই এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন।’
রাশিয়া সফর শেষে গত বৃহস্পতিবার আফগানিস্তানে যান নরেন্দ্র মোদি। পরদিন শুক্রবার তিনি ঝটিকা সফরে যান পাকিস্তান।
ওই সফরের মধ্য দিয়ে ১১ বছর পর ভারতীয় কোনো প্রধানমন্ত্রী পাকিস্তানে পা রাখলেন। সংক্ষিপ্ত এ সফর শেষে রাতেই দিল্লি ফিরেছেন মোদি।