ইরানের প্রেসিডেন্টের সফর, নগ্নমূর্তি ঢেকে দিল ইতালি
ইউরোপ সফরের অংশ হিসেবে ইরানের সংস্কারপন্থী প্রেসিডেন্ট হাসান রুহানি গেছেন ইতালি। তাঁর এ সফরের মধ্য দিয়ে ১৬ বছর পর ইরানের কোনো প্রেসিডেন্ট পা রাখলেন রোমে।
সোমবার ইতালিতে পদার্পণের পর রোমের বিখ্যাত ক্যাপিতোলাইন জাদুঘরে যান রুহানি। সেখানকার একটি কক্ষে ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজির সঙ্গে বৈঠক করেন তিনি। এর আগেই রুহানির সম্মানে জাদুঘরে থাকা নগ্নমূর্তিগুলো ঢেকে দেওয়া হয়। এমনকি কূটনৈতিক রীতি অনুযায়ী, মদ পরিবেশন থেকেও বিরত থাকে ইতালি।
সিএনএন-এর খবরে বলা হয়, মূর্তি ঢেকে দেওয়ায় ইরানের প্রেসিডেন্ট নিজেকে সম্মানিত মনে করতে পারেন। কিন্তু এতে বেজায় চটেছে ইতালির নাগরিকদের একটি অংশ। প্রতিবাদে তাঁরা ‘স্ট্যাচুন্যুড’ হ্যাশট্যাগ ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের প্রতিবাদ জানিয়েছেন।
বিশ্বশক্তিগুলোর সঙ্গে পরমাণু চুক্তির পর ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয় পশ্চিমা দেশগুলো। এর কয়েক দিন পরই ইতালি সফরে গেলেন হাসান রুহানি।
সফরে ইতালির প্রধানমন্ত্রী মাত্তিও রেনজি ও প্রেসিডেন্ট সার্জিও মাত্তারেলার সঙ্গে সাক্ষাৎ করেন রুহানি। এ ছাড়া ভ্যাটিকানে পোপ ফ্রান্সিসের সঙ্গে দেখা করেছেন তিনি।
সফরে ইতালির বিভিন্ন কোম্পানির সঙ্গে এক হাজার ৭০০ কোটি ইউরোর বাণিজ্যিক চুক্তি করে ইরান।