আইসিইউতে পারভেজ মোশাররফ
উচ্চ রক্তচাপজনিত রোগে আক্রান্ত হওয়ার পর পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও সেনাপ্রধান পারভেজ মোশাররফকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হেয়ছে বলে চিকিৎসকের বরাতে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম দ্য ডন।
ডন জানায়, আজ বৃহস্পতিবার বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে বসে আলাপ করার সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। পরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে তাঁকে ইসলামাবাদের পিএনএস শিফা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত আইসিইউতে পাঠান।
হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, পাকিস্তানের সাবেক প্রেসিডেন্টের শরীর পরীক্ষা করার জন্য একদল বিশেষজ্ঞ চিকিৎসককে ডেকে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে উচ্চ রক্তচাপের কারণে অচেতন হয়ে পড়েছেন বলে মনে করা হলেও প্রকৃত কারণ জানতে তাঁর বেশ কয়েকটি পরীক্ষা করবেন চিকিৎসকরা।
৭২ বছর বয়সী সাবেক এই সেনাপ্রধান এর আগেও একবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। ২০১৪ সালে আদালতে এক মামলায় শুনানির একদিন আগে হার্টের সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।