পাকিস্তানে ১৮ ভারতীয় জেলে আটক
পাকিস্তানের জলসীমায় ১৮ জন ভারতীয় জেলেকে আটক করেছে পাকিস্তান। আন্তর্জাতিক সমুদ্র সীমা লঙ্ঘনের অপরাধে তাঁদের আটক করা হয়েছে বলে দাবি পাকিস্তানের নৌবাহিনীর। আরব সাগরের কচ্ছ বিট এলাকা থেকে এই জেলেদের আটক করা হয়েছে বলে জানা গেছে।
ভারতের জাতীয় মৎস্যকর্মী ফোরামের গুজরাট শাখার সম্পাদক মণীষ লোধারি এনডিটিভিকে জানিয়েছেন, প্রথমে জানা গেছিল ১২ জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করেছে পাকিস্তান। পরে জানা যায় পোরবন্দর ও ওখাবন্দর থেকে আরো দুটি নৌকাও বাজেয়াপ্ত করেছে পাকিস্তানি বাহিনী। সেই সঙ্গে তিনটি নৌকাসহ মোট মৎস্যজীবী আটকের সংখ্যা ১৮।
শুক্রবার সকাল ১১টা থেকে ১২টার মধ্যে তিনটি ঘটনা ঘটেছে বলেও তিনি জানিয়েছেন। গোটা ঘটনায় ক্ষুব্ধ লোধারির কথায়, ‘এই নিয়ে এক সপ্তাহে দুইবার আরব সাগরে ভারতীয় মৎস্যজীবীদের আটক করল পাকিস্তান। এই মৌসুমে এখন পর্যন্ত ৬০টি নৌকা পাকিস্তানি সেনারা বাজেয়াপ্ত করেছেন।’
এ ছাড়া বৃহস্পতিবার ভারতীয় নৌকা তিনটি আন্তর্জাতিক সীমা আদৌও পেরিয়েছিল কি না, তা নিয়ে সংশয় আছে বলে জানিয়েছেন মণীষ লোধারি।