সালমান তাসিরের হত্যাকারীর ফাঁসি কার্যকর
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের গভর্নর সালমান তাসিরের হত্যাকারী মুমতাজ কাদরির ফাঁসি কার্যকর করা হয়েছে।
বিবিসির খবরে বলা হয়, ইসলামাবাদের কাছে রাওয়ালপিন্ডির একটি কারাগারে স্থানীয় সময় সোমবার ভোররাত ৪টা ৩৫ মিনিটে মুমতাজের ফাঁসি কার্যকর হয়।
প্রতিবেদনে বলা হয়, মুমতাজ কাদরি ছিলেন তাসিরের দেহরক্ষী। ২০১১ সালে ইসলামাবাদে মুমতাজের গুলিতে নিহত হন তাসির।
পাকিস্তানের ইসলামিক জঙ্গি সংগঠনগুলোর অনুসারীরা মুমতাজকে বীর বলে মনে করছে। ফলে নিরাপত্তা বাহিনী কঠোর সতর্কতা গ্রহণ করেছে।
মুমতাজের ফাঁসি কার্যকরের খবরে তাঁর সমর্থকরা রাওয়ালপিন্ডির সড়কে বিক্ষোভ প্রদর্শন করে।
মুমতাজ কাদরি ছিলেন একজন পুলিশ কমান্ডো। তিনি তাসিরের বডিগার্ড হিসেবে নিযুক্ত ছিলেন। ২০১১ সালের জানুয়ারি মাসে তাসিরকে গুলি করে হত্যা করেন মুমতাজ। এতে পরের বছর তাঁকে ফাঁসির রায় দেন পাকিস্তানের আদালত।
সালমান তাসির ছিলেন পাঞ্জাবের গভর্নর। উদারপন্থী রাজনীতিক হিসেবে তাঁর খ্যাতি ছিল। তিনি পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির ঘনিষ্ঠ ছিলেন।
সালমান তাসির পাকিস্তানের ধর্ম অবমাননা বা ব্লাসফেমি আইন নিয়ে জোরালো সমালোচনা করতেন।
২০১০ সালে পাকিস্তানে ব্লাসফেমি আইনে খ্রিস্টান নারী আসিয়া বিবির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এ ব্যাপারে ক্ষমা চাওয়ার কথা বলেছিলেন তাসির।
আসিয়া বিবিকে সমর্থন করায় তাসিরকে গুলি করার কথা স্বীকার করেন মুমতাজ।
তাসিরের হত্যা পাকিস্তানের আলোচিত একটি গুপ্তহত্যার ঘটনা।