বাজিতে হেরে পাকিস্তানি সমর্থকের আত্মহত্যা
এশিয়া কাপ টি-২০-তে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচে বাজিতে হেরে আত্মহত্যা করেছেন এক পাকিস্তানি। নিজ দেশের পক্ষে পুরো মাসের বেতন বাজি ধরেছিলেন ওই পাক সমর্থক। ম্যাচের পরদিন গত বৃহস্পতিবার আত্মহত্যা করেন ওই ব্যক্তি।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, গত বৃহস্পতিবার পাকিস্তানের সমর্থক মোহাম্মদ শফিকের (৫০) ঝুলন্ত দেহ তাঁর কর্মস্থল থেকে উদ্ধার করা হয়। তিনি পাকিস্তানের লাহোরের চার্চ রোড এলাকায় অবস্থিত পাঞ্জাব প্রদেশের সেচ বিভাগের কার্যালয়ের জুনিয়র ক্লার্ক হিসেবে কাজ করতেন।
শফিকের ভাই মোহাম্মদ রমজান ডনকে বলেন, গত বুধবার অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে পাকিস্তানের পক্ষে ৩০ হাজার রুপি বাজি ধরেন তাঁর ভাই। ওই খেলায় বাংলাদেশের কাছে হেরে যায় পাকিস্তান। মাসের বেতন হারিয়ে শফিক আত্মহত্যা করেন।
জানা গেছে, বৃহস্পতিবার সেচ বিভাগের কর্মকর্তারা ভবনের দ্বিতীয় তলায় শফিকের দেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে দেখেন। তাঁরা বিষয়টি পুলিশকে জানান। পুলিশ লাশটি উদ্ধার করে নিয়ে গেছে। ময়নাতদন্ত ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষে লাশটি পরিবারের কাছে দেওয়া হবে।
পুলিশের তদন্ত কর্মকর্তা এএসআই মনজুর বলেন, অনেক বছর ধরেই শফিক ক্রিকেট খেলা নিয়ে বাজি ধরেন। এশিয়া কাপের ম্যাচ নিয়ে বাজি ধরা এবং এতে হেরেই আত্মহত্যা করেছেন তিনি।