পাকিস্তানে বাসে বোমা বিস্ফোরণ, নিহত ১৫
পাকিস্তানের পেশোয়ারে সরকারি কর্মীবাহী একটি বাসে বোমা বিস্ফোরিত হয়েছে। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে।
আজ বুধবার এ ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্সের খবরে বলা হয়, সরকারি কর্মীদের নিয়ে বাসটি কর্মস্থলে যাওয়ার পথে প্রধান সড়কে এ বিস্ফোরণ হয়।
পেশোয়ারের জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা মোহাম্মদ কাশিফ রয়টার্সকে বলেন, বিস্ফোরণে ১৫ জন নিহত ও ৩৫ জন আহত হয়েছে। আহত ব্যক্তিদের পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পেশোয়ারের একটি হাসপাতালের এক কর্মকর্তা জানান, নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।
বুধবারের হামলাটি এমন এক স্থানে হয়েছে, যেখানে তালেবানসহ অন্য জঙ্গি সংগঠনগুলোকে মোকাবিলায় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর কড়া প্রহরা রয়েছে।
এর আগে ২০১৪ সালের ডিসেম্বরে পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে সন্ত্রাসী হামলায় ১৩৪ শিশু নিহত হয়েছিল।
আজকের হামলার বিষয়ে বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের কর্মকর্তারা বলেছেন, বাসে ১০ কেজি বোমা পুঁতে রাখা হয়েছিল। এ বিষয়ে আরো জানতে তদন্ত চলছে।