হোলি-দিওয়ালিতে পাকিস্তানে সরকারি ছুটি
ইতিহাসে প্রথমবারের মতো ধর্মীয় উৎসব হোলি উপলক্ষে সরকারি ছুটি উপভোগ করতে পারবেন পাকিস্তানের হিন্দু সম্প্রদায়ের জনগণ। শুধু হোলি নয়, দীপাবলী আর ইস্টার সানডেতেও দেশটিতে থাকবে সরকারি ছুটি।
পাকিস্তানের সংখ্যালঘু জনগোষ্ঠীর উৎসবে ছুটির ব্যবস্থা করতে জাতীয় পরিষদের কাছে প্রস্তাব রাখেন আইনজীবী ড. রমেশ কুমার ভাঙ্কওয়ানি। এই প্রস্তাব গ্রহণ করে হোলি, দিওয়ালি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের ইস্টার সানডেতে সরকারি ছুটি ঘোষণা করে পাকিস্তান সরকার।
পাকিস্তানের গণমাধ্যম ডন ও দ্য ট্রিবিউনের বরাত দিয়ে হাফিংটন পোস্ট এসব কথা জানিয়েছে।
জাতীয় পরিষদে এই প্রস্তাব উত্থাপন করা হলে এটি পাস করতে কেউ আপত্তি করেননি বলেও জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো।
দেশটির ধর্মবিষয়ক মন্ত্রী পীর আমিনুল হাসনাত শাহ বলেন, দেশের সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সংখ্যালঘু জনগোষ্ঠীর কর্মীদের এসব বিশেষ দিনে ছুটি দিতে এরইমধ্যে নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
পাকিস্তানের সব ধর্মের মানুষ একে অন্যের দুঃখ-কষ্ট ভাগ করে নেন মন্তব্য করে দেশটির আইন ও বিচারমন্ত্রী পারভেজ রশীদ বলেছেন, এখানে ধর্ম ও বিশ্বাসের ওপর ভিত্তি করে কোনো বৈষম্য করা হয় না। প্রত্যেকে তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করে। এ কারণেই জাতীয় পরিষদে যখন এসব উৎসবের দিনে সরকারি ছুটির কথা বলা হলো তখন কেউ আপত্তি করেননি।