বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচার প্রসঙ্গ জাতিসংঘে তোলার প্রস্তাব
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশে চলমান বিচারের প্রসঙ্গ জাতিসংঘের আলোচনায় তুলতে পাকিস্তান সরকারের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির শীর্ষস্থানীয় একটি থিঙ্ক ট্যাঙ্ক। পাশাপাশি লন্ডন ও ওয়াশিংটনে আন্তর্জাতিক সম্মেলন করে ‘ন্যায়বিচারের গর্ভপাতের’ বিষয়ে সচেতনতা তৈরির দাবি জানিয়েছে সংস্থাটি।
শনিবার পাকিস্তানের সংবাদপত্র ডনের এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার ‘বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারের আইনি দিক’ শীর্ষক এক কর্মশালায় পাকিস্তানের আইনি পরামর্শক প্রতিষ্ঠান রিসার্চ সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল (আরএসআইএল) সরকারের প্রতি এ আহ্বান জানায়।
কর্মশালায় আরএসআইএলের প্রেসিডেন্ট অ্যাডভোকেট আহমির বিলাল সুফি বলেন, যেসব ব্যক্তিকে (যুদ্ধাপরাধে) অভিযুক্ত বলা হচ্ছে তাদের পরিবারের উচিত জেনেভায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক ফোরোশে বিষয়টি (বিচার প্রসঙ্গ) তোলা।
আরএসআইএলে এই কর্মশালায় জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হারুন, লেফটেন্যান্ট জেনারেল (অব.) তারিক ওয়াশিম গাজী, জুনাগড়ের নবাব মোহাম্মাদ জাহাঙ্গীর খানজিসহ শিক্ষাবিধ, কূটনীতিক, আইনের শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সুফি তাঁর বক্তব্যে বাংলাদেশের বিভিন্ন আইন তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশের আইনে জনশ্রুতিমূলক সাক্ষ্যপ্রমাণ গ্রহণের স্থান করা হয়েছে। এটা একটি রাজনৈতিক দলকে লক্ষ্য করে করা হয়েছে।