পাকিস্তানে আত্মঘাতী হামলায় মৃতের সংখ্যা বেড়ে ৭২
পাকিস্তানের লাহোরে ইকবাল পার্কে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৭২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দুই শতাধিক আহত হয়েছেন।
ডন অনলাইন জানিয়েছে, গতকাল রোববার সন্ধ্যায় লাহোরের ইকবাল শহরে গুলশান-ই ইকবাল পার্কে এ হামলার ঘটনা ঘটে। তবে প্রদেশের মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সালমান রফিক ৫০ জন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া ইকবাল শহরের পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল জানিয়েছেন, হামলায় অন্তত ৭২ জনের মৃত্যু হয়েছে। মোহাম্মদ ইকবাল জানান, মূলত শিশু পার্কে আত্মঘাতী এ হামলার ঘটনা ঘটে যেখানে বহু পরিবারের নারী ও শিশুরা ছিলেন।