তৃতীয় মেয়াদের জন্য লড়বেন না ক্যামেরন
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন তৃতীয়বারের মতো নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন। তবে তিনি বলেন, তাঁর কনজারভেটিভ দল ক্ষমতায় থাকলে দ্বিতীয় মেয়াদে তিনি পাঁচ বছরের জন্য সরকারপ্রধান হিসেবে থাকতে চান। এরপরই ১০ ডাউনিং স্ট্রিট (প্রধানমন্ত্রীর কার্যালয়) থেকে তিনি বিদায় নেবেন।
বিবিসির রাজনৈতিক সম্পাদক জেমস ল্যানডেলকে দেওয়া সাক্ষাৎকারে ডেভিড ক্যামেরন তাঁর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে, চ্যান্সেলর (অর্থমন্ত্রী) জর্জ অসবোর্ন ও লন্ডনের মেয়র বোরিস জনসনের কথা বলেন।
তবে লেবার পার্টির নেতারা ক্যামেরনের এ তীব্র সমালোচনা করেছেন। তাঁরা বলেছেন, প্রধানমন্ত্রীর এ বক্তব্য উদ্ধত ও ধৃষ্টতাপূর্ণ।
এ ব্যাপারে জেমস ল্যানডেল বলেন, প্রধানমন্ত্রীর এ বক্তব্য নির্বাচনী প্রচারণা নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে। তিনি বলেন, ‘এর ফলে কেবল টোরি দলে অভ্যন্তরীণ নেতৃত্ব নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হবে না, ভোটারদের মধ্যেই একটি বার্তা যাবে : তারা যদি প্রধানমন্ত্রীকে সমর্থন দেয় অন্যান্য প্রধানমন্ত্রীর মতো, তিনি তৃতীয়বারের জন্য আর থাকবেন না।’
ডেভিড ক্যামেরন বিবিসিকে বলেন, অর্থনীতি নিয়ে তাঁর কাজ এখনো অর্ধসমাপ্ত রয়েছে এবং শিক্ষা ও সামাজিক কল্যাণের (ওয়েলফেয়ার) সংস্কার নিয়ে তাঁর কাজ শেষ করতে চান। তবে তিনি বলেন, ‘একটা সময় আসবে, যখন নতুন নতুন চোখ, নতুন নেতৃত্ব ভালো হবে। কনজারভেটিভ পার্টির কিছু দারুণ নেতৃত্ব রয়েছে, যেমন—থেরেসা মে, জর্জ অসবোর্ন ও বোরিস জনসন।’
ক্যামেরন বলেন, ‘আপনি জানেন, অনেক প্রতিভাবান রয়েছেন। আমরা চারপাশে সবাই ভালো মানুষ।’
‘আমি বলেছি, দ্বিতীয় মেয়াদের জন্য আমি দাঁড়াব। তবে আমার মনে হয়, এর পর নতুন নেতৃত্বের দরকার আছে,’ যোগ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।