অস্ট্রেলিয়ার অভিবাসন আইনজীবীদের প্রতিনিধিদল মালয়েশিয়ায়
অস্ট্রেলিয়ায় পড়াশোনা, ব্যবসা, স্থায়ীভাবে বসবাস ও সব ধরনের মাইগ্রেশন-সংক্রান্ত তথ্য শেয়ার করতে অস্ট্রেলিয়ার অভিবাসন আইনজীবীদের একটি প্রতিনিধিদল এখন মালয়েশিয়ায় অবস্থান করছে।
স্থানীয় সময় শনি ও রোবিবার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ইউনিভার্স ক্রিয়েটিভ গেইটওয়ের (ইউসিজি) মসজিদ জামেকের নিজস্ব অফিসে অস্ট্রেলিয়ায় যেতে আগ্রহীদের সঙ্গে মাইগ্রেশন সংক্রান্ত তথ্য শেয়ার করবেন।
প্রতিনিধিদলে আছেন প্যারিস পেশেন্স অভিবাসন আইনজীবী অস্ট্রেলিয়ার ম্যানেজিং পার্টনার ডেভিড লি বিটেল, আইনজীবী জিয়া (জ্যাক) লি, স্পেশাল কাউন্সিল মিখাইল জোনস, মাইগ্রেশন এজেন্ট মাহালিঙ্গাম সুথার্শান শান, মাইগ্রেশন এজেন্ট থং জুয়ান, আইনজীবী এন্জেলা পেং।
ইউনিভার্স ক্রিয়েটিভ গেইটওয়ে এসডিএন বিএসডির চেয়ারম্যান হাফিজুর রহমান বলেন, ‘মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশিদের অস্ট্রেলিয়ায় মাইগ্রেশন-সংক্রান্ত তথ্য দেশটির আইনজীবীদের কাছ থেকে সরাসরি জানার এ এক সুবর্ণ সুযোগ। অস্ট্রেলিয়ায় মাইগ্রেশনের অনেক কিছুই প্রবাসী বাংলাদেশিরা জানে না। মূলত তাদের জন্যই আমাদের এ প্রয়াস।’
মাইগ্রেশন-সংক্রান্ত তথ্য ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ লাভের জন্য রেজিস্ট্রেশন করতে যোগাযোগ করুন +৬০১৪৬৪১০০২৩, +৬০৩২৬০২১২৮৬ ।