তুরস্কে ফেসবুক, টুইটারে কড়াকড়ি
তুরস্কে অভ্যুত্থানের খবরের কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টুইটার ও ইউটিউবের ওপর কড়াকড়ি আরোপ করা হয়েছে। দেশটির দুটি সংগঠন বিষয়টি জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইন্টারনেট বন্ধের বিষয় পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান তুর্কি ব্লকস ও ইন্টারনেটের পারফরমেন্স (কর্মক্ষমতা) পর্যবেক্ষণকারী ডিন জানিয়েছে, তুরস্কে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করতে সমস্যা হচ্ছে অথবা প্রবেশ করাই যাচ্ছে না।
শুক্রবার তুরস্কের সেনাবাহিনীর একাংশ জানিয়েছে, তারা সরকারের ক্ষমতা কুক্ষিগত করেছে। তবে দেশটির প্রধানমন্ত্রী বিনাইল ইলদিরিম জানিয়েছে, অভ্যুত্থানের চেষ্টা দমন করা হবে।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের অধীনে তুরস্কের সরকার সংকট ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে বেশ কয়েকবার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে।
তবে শুক্রবার ইন্টারনেটের ওপর কড়াকড়ি আরোপ করেছে কোন পক্ষ, সরকার নাকি সেনাবাহিনী তা নিশ্চিত হওয়া যায়নি।