বিল গেটসের অ্যাকাউন্ট হ্যাক, হাজার হাজার ডলার চুরি
বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি বিল গেটস। শুধু ধনী নন, শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের কর্ণধার তিনি। সেই তিনিই পড়েছেন হ্যাকারদের কবলে! শুধু পড়েনইনি, হাজার হাজার ডলার খুইয়েছেন।
গুজব নয়, বিল গেটসের ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে সত্যিই এক হ্যাকার হাতিয়ে নিয়েছেন ডলার।
সংবাদমাধ্যম এবিসি ডট নেট জানায়, বিল গেটসের অ্যাকাউন্ট হ্যাক করার অভিযোগে বুলগেরিয়ার এক যুবককে ফিলিপাইনে গ্রেপ্তার করা হয়েছে। গত বৃহস্পতিবার একটি এটিএম বুথ থেকে অর্থ তোলার সময় কনস্ট্যানটিন সিমিওনভ কাভরাকভ নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
এর আগে ২০১১ সালেও কাভরাকভ হ্যাক করেছিলেন বিল গেটসের অ্যাকাউন্ট। তাঁর এটিএম কার্ড ভাঙিয়ে তুলেছিলেন কয়েক হাজার ডলার। প্যারাগুয়েতে ওই কাণ্ড করে ধরা পড়েছিলেন। কারাদণ্ডও হয়েছিল ৩১ বছর বয়সী এই যুবকের।
পুলিশের ধারণা, কাভরাকভ একটি আন্তর্জাতিক কার্ড জালিয়াতচক্রের সাথে যুক্ত।