টয়লেটে দুর্গন্ধ, স্বামীকে ছুরিকাঘাত
টয়লেট ব্যবহারকে কেন্দ্র করে এক জাপানি নারী তাঁর স্বামীকে ছুরি দিয়ে আঘাত করেন।
পুলিশ ও সংবাদমাধ্যমের খবরে সোমবার বলা হয়েছে, এমি মামিয়া (২৯) নামের এই জাপানি নারী বাথরুম দুর্গন্ধ করায় রান্নাঘরের ছুরি দিয়ে তাঁর স্বামীর মুখে এলোপাতাড়ি আঘাত করেন। হত্যাচেষ্টার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জিজি প্রেস ও অন্যান্য স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মামিয়ার রাগ দ্বিগুণ বেড়ে যায় যখন তিনি দেখেন, বাথরুম শেষে হাত না ধুয়েই তাঁর স্বামী তাঁদের তিন বছরের ছেলেকে টয়লেট করানোর চেষ্টা করছেন।
তাঁর উদ্ধৃতি দিয়ে জিজি প্রেস আরো বলছে, টয়লেট এতই দুর্গন্ধযুক্ত ছিল যে বাচ্চাও এটি ব্যবহার করতে পারছিল না।