এবার উদ্বেগ জানাল যুক্তরাষ্ট্র
চলমান সহিংসতা ও অস্থিরতায় এবার গভীর উদ্বেগ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমুখপাত্র মেরি হার্ফ এক বিবৃতিতে এ কথা জানান।
বিবৃতিতে বলা হয়, ‘বাসে আগুন, বিস্ফোরকদ্রব্য নিক্ষেপ ও ট্রেন লাইনচ্যুত করাসহ অযৌক্তিক হামলায় আমরা দুঃখ প্রকাশ করছি। এসব হামলায় নিরপরাধ মানুষ নিহত হয়েছে।’
মেরি হার্ফ বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে সহিংসতার ব্যবহারে আমরা কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছি। গণতান্ত্রিক বাংলাদেশে এ ধরনের কর্মকাণ্ডের জন্য কোনো যুক্তিই চলে না। সব বাংলাদেশির দৃষ্টিভঙ্গি শান্তিপূর্ণভাবে প্রকাশে তাদের অধিকার ও সামর্থ্য থাকতে হবে।’
‘শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য জায়গা দিতে আমরা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি এবং সব রাজনৈতিক দলের উদ্দেশে তাদের সদস্যদের সহিংসতা থেকে দূরে থাকার আহ্বান জানাচ্ছি'—যোগ করেন মেরি হার্ফ।
এর আগে অবরোধ-হরতালে প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানান ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন।