মিস ইউনিভার্সকে ফার্ক বিদ্রোহীদের আমন্ত্রণ
কলম্বিয়ার সরকারের সঙ্গে চলমান শান্তি আলোচনায় সঙ্গী হতে মিস ইউনিভার্স পাউলিনা বেগাকে আমন্ত্রণ জানিয়েছে দেশটির গেরিলা গোষ্ঠী ফার্ক। সংগঠনটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে কলম্বিয়ার বিশ্বসুন্দরীকে এ আমন্ত্রণ জানানো হয়।
ওই বিবৃতিতে বলা হয়, পাউলিনা কিউবার রাজধানী হাভানা সফরের যে ইচ্ছা প্রকাশ করেছেন, ফার্ক তাঁকে স্বাগত জানাচ্ছে। ফার্ক চায় হাভানা সফরে শান্তি আলোচনার অগ্রগতি সম্পর্কে সর্বশেষ তথ্য-উপাত্ত জানুক পাউলিনা।
বিবিসির খবরে বলা হয়, মিস ইউনিভার্সের মুকুট পরার আগে এক সাক্ষাৎকারে পাউলিনা বলেছিলেন, তিনি দেশে শান্তি দেখতে চান। ওই কথার সূত্র ধরেই তাঁকে আমন্ত্রণ জানিয়েছে ফার্ক। তবে কলম্বিয়ার এ সুন্দরী কীভাবে তাঁদের সাহায্য করতে পারেন, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি বিবৃতিতে। এ বিষয়ে পাউলিনার কোনো প্রতিক্রিয়াও এখন পর্যন্ত পাওয়া যায়নি।
বিবিসির হাভানা প্রতিনিধি উইল গ্রান্ট বলেন, ‘বিদ্রোহী সংগঠনটি মিস বেগার আবেগের মূল্য দিয়েছে, যেটা বিস্ময়কর। তারা হয়তো মনে করছে, দুই পক্ষের মধ্যে অচলাবস্থা নিরসনে পাউলিনা কোনো ভূমিকা রাখতে পারবেন।’
মার্কসবাদে দীক্ষিত ফার্ক বিদ্রোহীরা ১৯৬৪ সাল থেকে সরকারের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করছেন। তাঁদের এই লড়াইয়ে দুই লাখ ২০ হাজার লোক নিহত হয়েছেন। এদের বেশির ভাগই বেসামরিক নাগরিক।
২০১২ সালের নভেম্বরে হাভানায় ফার্কের সঙ্গে সরকারের শান্তি আলোচনা শুরু হয়। এতে উভয় পক্ষের প্রতিনিধিরা একটি চূড়ান্ত শান্তিচুক্তির চেষ্টা চালালেও সম্প্রতি আলোচনায় অচলাবস্থা দেখা দেয়। ওরই মধ্যে ফার্ক বিদ্রোহীদের মূলধারার রাজনীতিতে সংযুক্ত করা এবং ভূমি সংস্কার নিয়ে একটি চুক্তি হয়েছে। তবে চূড়ান্ত শান্তিচুক্তি নিয়ে এখনো জল্পনা আছে।