রাশিয়ার বিদ্যুৎ উপকেন্দ্রে বিস্ফোরণ, ইউক্রেনের ১১ ড্রোন প্রতিহত
রাশিয়ার ক্রুস্ক অঞ্চলে একটি বিদ্যুৎ উপকেন্দ্রে বিস্ফোরণ হয়েছে। এতে ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এছাড়া ইউক্রেনীয় বাহিনীর ছোড়া ১১টি ড্রোন ধ্বংসের দাবি করছে দেশটি। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিনগত রাতে এসব ড্রোন ভূপাতিত করা হয়। আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে মস্কো। খবর এএফপির।
সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক পোস্টে বলা হয়, ‘মনুষ্যহীন (ইউএভি) ১১টি ড্রোন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করা হয়েছে। এর মধ্যে ১০টি ক্রুস্ক ও একটি কালুগা প্রদেশে ধ্বংস করা হয়।’
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী ক্রুস্কের গভর্নর রোমান স্টারোভয়েত বলেন, ‘আমাদের অঞ্চলে ইউক্রেনীয় ইউএভির ব্যাপক আক্রমণের শিকার হয়েছে।’
টেলিগ্রামে এক পোস্টে গভর্নর বলেন, ‘সীমান্তের ২৫ কিলোমিটার দূরে অবস্থিত বেলায়া গ্রামে থাকা বিদ্যুৎ উপকেন্দ্রে দুটি বিস্ফোরক ডিভাইস আঘাত হেনেছে। এতে করে একটি ট্রান্সফরমারে আগুন লাগে। পাঁচটি বসতি ও একটি হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে গেছেন।’
দ্রুত সময়ের মধ্যে বিদ্যুৎ পরিষেবা ফিরিয়ে আনা হবে বলেও জানান রোমান স্টারোভয়েত। তবে তিনি সতর্ক করে বলেন, ‘ভূপাতিত হওয়া ইউএভিগুলো বিস্ফোরিত হতে পারে। সেজন্য সেগুলো ধরা বা কাছে যেয়ে ছবি না তোলা শ্রেয়।’
এর আগে রাশিয়া থেকে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যায় বেলগোরোড প্রদেশে দুটি ড্রোন ভূপাতিত করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে প্রথম ড্রোনটি শনাক্ত করা হয়। এর ঘণ্টাখানেক বাদে আরও একটি ড্রোন শনাক্ত করা হয়।
বেলগোরোড ও ক্রুস্ক প্রদেশ মস্কোর দক্ষিণে অবস্থিত। প্রদেশ দুটি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী। গত জুলাইয়ে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণের ঘোষণা দেয় ইউক্রেন। এরপর থেকেই রাশিয়ায় একের পর এক ড্রোন আক্রমণ চালাচ্ছে তারা। শুধু দেশটির সীমান্তবর্তী অঞ্চলেই নয়, খোদ রাজধানী মস্কোতেও ড্রোন হামলা চালানো হয়েছে, ইউক্রেন সীমান্ত থেকে যার দূরত্ব অনেক।