শপথ নিয়ে দেশবাসীকে সতর্ক করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
আর্জেন্টিনার নতুন প্রেসিডেন্ট জ্যাভিয়ার মিলেই তার দায়িত্বভার বুঝে নিয়েছেন গতকাল রোববার (১০ ডিসেম্বর)। আর শপথ নিয়েই তিনি দেশবাসীকে প্রায় শূন্য রাজকোষ নিয়ে তিন অঙ্কের মুদ্রাস্ফীতি কমিয়ে আনতে নিজেদেরকে মিতব্যয়ী হওয়ার জন্য সতর্ক করে কষ্টকর কৃচ্ছ্রতা সাধনে নেওয়া পদক্ষেপগুলোকে মেনে নিতে বলেছেন।
স্বাধীনতাবাদী ৫৩ বছর বয়সী প্রেসিডেন্ট মিলেই কংগ্রেসের সিঁড়িতে দাঁড়িয়ে তার কয়েকহাজার হর্ষোৎফুল্ল সমর্থকদের উদ্দেশে বলেন, ‘রাজকোষে কোনো অর্থ নেই।’ তিনি যুগ যুগ ধরে চলা অবক্ষয়ের সমাপ্তি টানার দৃঢ় আশাবাদ জানিয়ে আগের সরকারগুলোর যেকোনোটির চেয়ে সবচেয়ে খারাপ অবস্থায় পাওয়া অর্থনীতির দুরাবস্থার কথা তুলে ধরেন। খবর এএফপির।
ল্যাটিন আমেরিকার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটি আর্থিক অব্যবস্থাপনা এবং কয়েক যুগের ঋণভারে ন্যুব্জ। সেখানকার মুদ্রাস্ফীতির পরিমাণ দাঁড়িয়েছে ১৪০ শতাংশে; যার কারণে দরিদ্র হয়ে পড়েছেন ৪০ শতাংশ আর্জেন্টাইন।
প্রেসিডেন্ট জ্যাভিয়ার মিলেই তার বক্তব্যে নির্বাচনে নিজের বিজয়কে বার্লিন দেয়ালের পতনের মতো ঐতিহাসিক উল্লেখ করে বলেন, এই মুহূর্তে অর্থনীতির সঙ্কট কাটাতে সমাধান হিসেবে ‘শক ট্রিটমেন্ট’ বা আর্থিক আঘাতের শুশ্রূষা প্রয়োজন। মিলেই বলেন, ‘আমরা জানি স্বল্প মেয়াদে এই পরিস্থিতি হবে আরও খারাপ। তবে এরপরই আমরা আমাদের ফলাফল দেখতে পাব।’
নিজেকে ‘নৈরাজ্যপন্থী পুঁজিবাদী’ হিসেবে পরিচয় দেওয়া মিলেই দেশটির মোট দেশজ উৎপাদনের পাঁচ শতাংশ খরচ কমানোর হুঁশিয়ারি দিয়েছেন। দেশটিতে লাখ লাখ মানুষ কল্যাণ তহবিল থেকে সাহায্য পায় এবং জনগণ সরকারের পক্ষ থেকে জ্বালানি ও পরিবহণ খাতে বেশ ভালো অঙ্কের ভর্তুকি পেয়ে অভ্যস্ত। নতুন প্রেসিডেন্টের এই ঘোষণা সাধারণ জনগণের জীবনযাত্রায় বেশ ভালো প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।
জনতার উদ্দেশে তার বক্তৃতার পর নতুন প্রেসিডেন্ট প্রেসিডেন্টের প্রাসাদ ক্যাসা রোসাডার (গোলাপি প্রাসাদ) দিকে যাত্রা শুরু করেন। সমর্থকদের প্রতি হাত নেড়ে নিজের সেক্রেটারি হিসেবে নিয়োগ দেওয়া বোন কারিনাকে সঙ্গে নিয়ে প্রাসাদে প্রবেশ করেন তিনি। প্রাসাদের বারান্দায় এসে তিনি আবারও সমর্থকদের উদ্দেশে তার স্লোগান ‘স্বাধীনতা দীর্ঘজীবী হোক’ উচ্চারণ করেন এবং গেয়ে শোনান দলের প্রতীকী গান যার শিরোণাম ‘আমি সিংহ।’