দোনেৎস্কের বাজারে হামলায় নিহত অন্তত ২৫, আহত ২০
পূর্ব ইউক্রেনের রুশ নিয়ন্ত্রিত শিল্প শহর দোনেৎস্কের একটি বাজারে হামলা হয়েছে। এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছে। এতে আরও ২০ জন আহত হয়েছে। খবর এএফপির।
ফরাসি সংবাদ সংস্থাটি আজ রোববার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে মস্কো নিযুক্ত দোনেৎস্ক অঞ্চলের প্রধান ডেনিস পুশিলিনের বরাতে এসব তথ্য জানিয়েছে। ডেনিস পুশিলিন সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে জানান, হামলার সময়ের তথ্য অনুযায়ী ২৫ জনের মৃত্যু নিশ্চিত করা গেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছে।