বাংলাদেশসহ বিভিন্ন দেশের হজযাত্রীদের জন্য সৌদির নতুন পরিষেবা
বিশ্বের বিভিন্ন দেশের হজযাত্রীদের জন্য এ বছর ‘ডিজিটাল আইডি’ পরিষেবা চালু করেছে সৌদি আরব। গতকাল বুধবার (১৫ মে) নতুন এই পরিষেবা চালু করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
ডিজিটাল আইডি পরিষেবা হলো ‘সৌদি ভিশন ২০৩০’ অনুযায়ী মানুষের সুবিধার্থে ডিজিটাল রূপান্তর এবং তাদেরকে প্রযুক্তি ব্যবহারে সক্ষম করতে সৌদি সরকারের প্রচেষ্টার অংশ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং সৌদি ডেটা ও কৃত্রিম বুদ্ধিমত্তা কর্তৃপক্ষের সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, পরিষেবাটির মাধ্যমে হজ পালন করতে আসা বিভিন্ন দেশের নাগরিকরা আবশার ও তাওয়াক্কলনা প্ল্যাটফর্ম ব্যবহার করে ডিজিটালি তাদের পরিচয় দিতে সক্ষম হবেন। এই পদক্ষেপের লক্ষ্য হলো হজযাত্রীদের দেওয়া সৌদি সরকারের পরিষেবার মান উন্নত করা এবং তাদের অভিজ্ঞতাকে আরও উন্নত করা। দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল রূপান্তরের যে প্রক্রিয়া চলছে, হজযাত্রীরা যেন তাদের নতুন এই উন্নত পরিষেবাগুলোর সঙ্গে তাল মেলাতে পারেন, সেজন্য এটি চালু করা হয়েছে।
এদিকে, সৌদির পাসপোর্ট অধিদপ্তর গতকাল বুধবার মক্কা রুট ইনিশিয়েটিভের আওতায় একটি বিশেষ পাসপোর্ট স্ট্যাম্প চালু করেছে। স্ট্যাম্পটি সাতটি দেশের ১১টি বিমানবন্দরে পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ, মরক্কো, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, পাকিস্তান, তুরস্ক ও আইভরি কোস্ট। মন্ত্রণালয়ের হজযাত্রীদের সেবা প্রদান কর্মসূচিগুলোর মধ্যে মক্কা রুট ইনিশিয়েটিভ একটি অন্যতম উদ্যোগ।