দিল্লির আদালত থেকে আবারও গ্রেপ্তার কেজরিওয়াল
আবগারী মামলায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে আজ বুধবার (২৬ জুন) দিল্লির রৌজ অ্যাভিনিউয়ের আদালত থেকে গ্রেপ্তার করেছে। এরপর ভারতের এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট বা ইডির করা মামলায় তার জামিনের আবেদন চ্যালেঞ্জ করে যে পিটিশনটি সুপ্রিম কোর্টে দায়ের করেছিলেন, সেটি প্রত্যাহার করেন কেজরিওয়াল। খবর এনডিটিভির।
রৌজ অ্যাভিনিউ আদালতের জামিন আদেশ হাইকোর্টে স্থগিত হওয়ায় এর বিরুদ্ধে আরও জোরালো আপিল করতে এই আবেদন প্রত্যাহার করে নেন।
আজ সকালে রৌজ অ্যাভিনিউয়ের আদালতে কেজরিওয়ালের আইনজীবীরা যুক্তি দেখান, আম আদমি পার্টির শীর্ষ নেতাকে খুবই বিতর্কিত উপায়ে গ্রেপ্তার করা হয়েছে। জ্যেষ্ঠ আইনজীবী বিক্রম চৌধুরী এ বিষয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সংস্থাটি গত বছরের এপ্রিলে কেজরিওয়ালকে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে। এই মামলায় তাকে সাক্ষী হিসেবে জেরা করা হয়।
বিক্রম চৌধুরী বলেন, ‘এটি শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে একজন অসহায় নাগরিকের মামলা। এই মামলাটি ২০২২ সাল থেকে স্থগিত ছিল। এই মামলায় সাক্ষী হিসেবে তার মক্কেলকে জিজ্ঞাবাবাদ করা হয় ৯ ঘণ্টা ধরে। এরপর সিবিআইয়ের পক্ষ থেকে কোনো নোটিশ জারি করা হয়নি। কেজরিওয়াল কীভাবে এখন মামলায় সাক্ষী থেকে অভিযুক্ত হিসেবে আবির্ভূত হলেন, তা বোধগম্য নয়।’
এ ছাড়া সিবিআইয়ের মামলাটি পরীক্ষা-নিরীক্ষা করতে কেজরিওয়াল ২৪ ঘণ্টা সময় প্রার্থনা করে শুনানি পিছিয়ে দেওয়ারও আবেদন জানান। কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই তাদের আবেদনে উল্লেখ করে, মামলার তদন্ত শুরু হওয়ার ঘোষণা দিতে কোনো বাধ্যবাধকতা নেই।
এদিকে আদালত থেকে কেজরিওয়ালকে গ্রেপ্তারের কারণে তার দল আম আদমি পার্টি তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে দলটি জানায়, আজ যখন বিজেপি অনুভব করতে পারে দিল্লির সন্তান অরবিন্দ কেজরিওয়াল জামিন পেতে পারেন, তখন তারা এই ষড়যন্ত্র করে। আর এর মাধ্যম এই ভুয়া মামলায় তাকে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার দেখানো হয়। তবে বিজেপির এই ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে সত্যের জয়ের মাধ্যমে।