ইউক্রেনে পরমাণু হামলার ঝুঁকি নিয়ে ল্যাভরভের হুঁশিয়ারি
ইউক্রেনে পারমাণবিক উত্তেজনা বৃদ্ধির ঝুঁকির বিষয়ে সতর্ক করে দিয়ে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়া সংলাপের জন্য প্রস্তুত। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) সামাজিক এক্স পোস্টে মার্কিন সাংবাদিক টাকার কার্লসনের প্রকাশিত এক সাক্ষাৎকারে রাশিয়া-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়ে আলোচনা করেন ল্যাভরভ। আলোচনায় ইউক্রেন সংকটসহ বৃহত্তর ভূ-রাজনৈতিক দৃশ্যপটও উঠে আসে।
সম্প্রতি পেন্টাগন এবং ন্যাটোর কিছু কর্মকর্তা রাশিয়ার ওপর সীমিত পরিসরে সম্ভাব্য পারমাণবিক হামলার বিষয়ে মন্তব্য করার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন ল্যাভরভ। তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের যেকোনো পদক্ষেপ উত্তেজনা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
২০২২ সালের জানুয়ারিতে পাঁচটি পরমাণু শক্তিধর দেশের নেতাদের যৌথ বিবৃতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রাশিয়ার সামরিক নীতিও বলে, পারমাণবিক যুদ্ধ এড়ানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।’ তিনি ন্যাটোর পূর্বমুখী সম্প্রসারণের বিরুদ্ধে রাশিয়ার দীর্ঘদিনের বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, পশ্চিমারা রাশিয়ার জাতীয় নিরাত্তা বারবার উপেক্ষা করে আসছে। ন্যায়সঙ্গত শর্তে সংলাপের জন্য রাশিয়া সবসময়ই প্রস্তুত।