১৮ বছর পর সিরিয়ার কুখ্যাত কারাগার থেকে ফিরলেন মোয়াজ
মোয়াজ মেরহেবের বয়স যখন ৩৩, তখন বন্দি হন সিরিয়ায়। লেবাননের উত্তরের বন্দরনগরী ত্রিপোলিতে সিরিয়ার কুখ্যাত সাইদনায়া কারাগারে ছিলেন ১৮ বছর। গত ৮ ডিসেম্বর ইসলামপন্থী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম ও মিত্ররা দেশটির রাজধানী দখল করার কয়েক ঘণ্টা পরে সাইদনায়া কারাগার থেকে নাটকীয়ভাবে মুক্তি হয় তার।
দেশটির দীর্ঘ সময়ের স্বৈরশাসক বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার পর ৫১ বছর বয়সী মোয়াজ মেরহেব ফিরেছেন তার পরিবারের কাছে। এত বছর পর তাকে কাছে পেয়ে আনন্দে আত্মহারা পড়ে পুরো পরিবার। সংবাদ মাধ্যম এএফপির ক্যামেরায় ফ্রেমবন্দি হয় তাদের এই আনন্দঘন পরিবেশটি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) মোয়াজ মেরহেবের পরিবারের কাছে ফিরে আসার তিনটি ছবি প্রকাশ করে এএফপি। এএফপির ছবিতে দেখা যায়, মোয়াজ মেরহেব তার মোবাইলফোনে দেখাচ্ছেন তার ১৮ বছরে আগের ছবি। যখন তিনি বন্দি হয়েছিলেন। আরেকটি ছবিতে তার পুরো পরিবারকে আনন্দে উচ্ছ্বাস করতে দেখা গেছে। আরেক ছবিতে দেখা গেছে, তার ছেলে এত বছর পর বাবাকে কাছে পেয়ে জড়িয়ে ধরে চুমু খাচ্ছেন।