অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে নীলফামারী জেলা পুলিশ
নীলফামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ২৩ পরিবারের পাশে দাঁড়িয়েছে জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে পঞ্চপুকুর ইউনিয়নের জুম্মাপাড়া এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্তদের নিত্যপণ্য, শুকনো খাবারসহ কম্বল বিতরণ করেন পুলিশ সদস্যরা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার এস এম মুক্তারুজ্জামান, নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ, নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী, পঞ্চপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়াহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
নীলফামারী থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদ উন নবী জানান, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান এর সহযোগিতায় দশ কেজি চাল, পাঁচ কেজি আলু, এক লিটার তেল, এক কেজি করে ডাল, পেঁয়াজ, চিড়া, গুড়, মুড়ি দেওয়া হয়। এ ছাড়া সাবান ও একটি করে কম্বল বিতরণ করা হয়।
প্রসঙ্গত, গত রোববার রাতে গ্যাসের চুলার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে ২৩টি পরিবারের বসতঘর, রান্নাঘর ও গোয়াল ঘরসহ ৬০টি ভস্মীভূত হয়। এতে সর্বস্ব হারান ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।