এবার নিরাপত্তায় ঢেকে দেওয়া হচ্ছে সালমান খানের বাসভবন
২০২৪ সালটা মোটেও ভালো যায়নি বলিউডের ভাইজানের। আতঙ্কের মধ্যে দিয়েই দিন যাপন করতে হয়েছে সালমান খানকে। কখনো সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, কখনও আবার সকালবেলা হাঁটতে বের হয়ে খুনের হুমকি পেয়েছেন সালমানের বাবা সেলিম খান। তার উপর বিষ্ণোই গ্যাং-এর হুমকি নিত্যদিনই লেগেই ছিল। আর তাই ২০২৫-এর শুরুতেই বড় পদক্ষেপ নিচ্ছেন সালমান।
বছরের শুরুতেই নিজের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের নিরাপত্তা জোরদার করতে শুরু করলেন সালমান খান। ইতোমধ্যেই দুবাই থেকে আনা বুলেটপ্রুফ গাড়িতেই যাতায়াত করছেন ভাইজান। আর এবার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের জানালা ও ব্যালকনিতে বসানো হয়েছে অত্যাধুনিক গ্যাজেটস। যতদূর জানা যাচ্ছে, সেখানেও বুলেটপ্রুফ কাচ জাতীয় কিছু একটা লাগানো হচ্ছিল। গত রোববার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী ও পুলিশের তত্ত্বাবধানে সেই কাজই চলছিল। সেই মুহূর্তগুলোই লেন্সবন্দি হয়ে উঠে এসেছে ফটোগ্রাফারদের সামাজিক পাতায়।
ভাইরাল ভায়ানি ইন্সটাগ্রামে ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে (সালমান খানের বাসভবন) নিরাপত্তা বাড়ানো হচ্ছে। সাম্প্রতিক দুর্ভাগ্যজনক ঘটনা ও অজ্ঞাত হুমকির মধ্যে দিয়ে গিয়েছেন সালমান খান। আর তাই তার বাড়ির চারপাশে নিরাপত্তা বাড়ানোর জন্য গুরুতর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার বাসস্থান এবং তার আশেপাশের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।’
আর এমন ভিডিও দেখে উদ্বিগ্ন অনুরাগীদের প্রশ্ন, ‘সব ঠিক আছে তো, নাকি নতুন করে হুমকি পেলেন ভাইজান’। জানা যাচ্ছে তিন দশক আগে কৃষ্ণসার হরিণহত্যার ঘটনার বিতর্কই পিছু ছাড়ছে না সালমানের। আর এই কারণেই তাকে বারবার বিষ্ণোই গ্যাং এর প্রাণনাশের হুমকির মুখে পড়তে হয়েছে। গত অক্টোবরে সালমানের ঘনিষ্ঠ বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যার পর জনসমক্ষে আসা কমিয়েছেন তিনি। তাকে যখনই কোনো অনুষ্ঠানে দেখা গেছে, সঙ্গে ভারী অস্ত্রসহ দেহরক্ষীদের বিশাল বহর ছিল।
দাবি করা হয়, সালমান ঘনিষ্ঠ হওয়ার কারণেই মরতে হয়েছে তাকে। তার ক্ষেত্রে অবশ্য Z+ নিরাপত্তা থাকা সত্ত্বেও কোনো লাভ হয়নি। এদিকে সালমান খানকেও ইতোমধ্যই Y+ নিরাপত্তা দেওয়া হয়েছে। আর এবার গ্য়ালাক্সিতে বসানো হচ্ছে বিশেষ গ্য়াজেটস।
যদিও এত হুমকি ধামকির মধ্যেও পেশাগত জীবন থেকে দূরে সরেননি সুপারস্টার। ইতোমধ্যে সিকান্দার সিনেমার ট্রিজার প্রকাশ পেয়েছে। সেখানে সালমান একটি সংলাপে বলেছেন, ‘শুনেছি বহু মানুষ আমার পিছে লেগে আছে। এখন শুধু ঘুরে দাঁড়ানো বাকি।’ ভক্তরা সালমানের এই সংলাপকে বিষ্ণু গ্যাংয়ের প্রতি স্পষ্ট বার্তা হিসেবে দেখছেন।