অটোরিকশায় রোলারের ধাক্কা, দুই ভাই ও চাচা নিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলায় রোলারের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার উল্টে ঘটনাস্থলে একজন এবং হাসপাতাল নেওয়ার পথে আরও দুইজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নান্দিয়াসাঙ্গুন ত্রিমোহনী সেতুর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের গাড়ারন গ্রামের সাইফুল ইসলাম (৪০), শহর আলীর দুই ছেলে আমীর হোসেন (৫৫) ও কফিল উদ্দিন (৪৫)। নিহত আমির ও কফিল দুইভাই এবং সাইফুল সম্পর্কে তাদের চাচা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সজীব জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শ্রীপুরের ত্রিমোহনী সেতুর পূর্ব পাশে ব্যাটারিচালিত অটোরিকশা সেতু অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা রোলার মেশিনের সঙ্গে ধাক্কা লাগে। এতে রিকশাটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই কফিল উদ্দিন নিহত হন। স্থানীয়রা গুরুতর আহত অপর দুইজনকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মারা যান। ঘটনাস্থল ময়মনসিংহের গফরগাঁও (পাগলা) থানার সীমান্ত এলাকায় হওয়ায় আইনি বিষয়গুলো ওই থানা মনিটর করছে।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক নাজমুল আহসান জানান, তিনজনকেই বিকেল ৩টার দিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
পাগলা থানার উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জামান জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। রোলার মেশিনের চালক হেলপার কাউকে পাওয়া যায়নি। নিহতদের একজন অটোরিকশার চালক। কোনো অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।