অবসর নিয়ে উল্টো সুর ‘টুয়েলভথ ফেল’ অভিনেতার
৩৭ বছর বয়সে অভিনয়কে বিদায় জানালেন ‘টুয়েলভথ ফেল’ খ্যাত বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি। তারই মাঝে হঠাৎ অভিনয়কে বিদায় জানালেন অভিনেতা বিক্রান্ত ম্যাসি। গতকাল রোববার (১ ডিসেম্বর) রাতে তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
এবার এ বিষয়ে কথা বললেন বিক্রান্ত। তার কথায় উল্টো সুর!
সোমবার (২ নভেম্বর) অভিনেতার নতুন সিনেমা ‘দ্য সবরমতি রিপোর্ট’ দেখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিনেমাটি দেখে বিক্রান্তের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ তিনি। এতে দারুণ খুশি অভিনেতা।
গত ১৫ নভেম্বর ভারতজুড়ে মুক্তি পেয়েছে বিক্রান্তের নতুন সিনেমা দ্য সবরমতি রিপোর্ট। এটি নির্মিত হয়েছে ২০০২ সালে গুজরাটে সবরমতি এক্সপ্রেসে আগুন লাগানোর ঘটনা ও সেখানকার সাম্প্রদায়িক প্রতিহিংসার প্রেক্ষাপটে। বিক্রান্ত ছাড়াও অভিনয় করেছেন রাশি খান্না, রিদ্ধি ডোগরা প্রমুখ।
স্থানীয় সংবাদমাধ্যমে অভিনেতা বলেন, ‘আমার পোস্টের ভুল ব্যাখ্যা হয়েছে। আমি স্থায়ী অবসর ঘোষণা করিনি। বরং অভিনয় থেকে কিছুদিনের বিরতি নেওয়ার কথা জানিয়েছি মাত্র। অভিনয় ছাড়া আমি আর কিছুই চাই না। আমি মানসিক ও শারীরিক দিক থেকে ক্লান্ত। তাই কয়েকদিনের বিরতি নিয়েছি।’