অধ্যাপক আনু মুহাম্মদ করোনায় আক্রান্ত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব আনু মুহাম্মদ নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার পর গতকাল শনিবার তাঁর করোনা পজিটিভ আসে।
জাবি অর্থনীতি বিভাগ সূত্রে জানা গেছে, আনু মুহাম্মদ করোনায় আক্রান্ত হওয়ার আগে গত ২৮ জুলাই তাঁর স্ত্রী শিল্পী বড়ুয়ার করোনা পজিটিভ আসে।
শেষ খবর পাওয়া পর্যন্ত শিল্পী বড়ুয়াকে গত ২৮ জুলাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ও গতকাল শনিবার মুগদা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। আজ রোববার হাসপাতালে ভর্তি হওয়ার কথা রয়েছে আনু মুহাম্মদের।