অনুমোদনহীন ওষুধ তৈরি-বিক্রির অভিযোগে ব্যবসায়ীর কারাদণ্ড
অনুমোদনবিহীন অ্যগ্রোভেট ওষুধ তৈরি ও বিক্রির অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক ব্যবসায়ীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে তাকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।
আজ বুধবার বিকেলে র্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আজ দুপুরে উল্লাপাড়ার শ্রীকোলা এলাকায় ড্রাগসন ফার্মাসিউটিক্যালসে অভিযান চালায় র্যাব-১২-এর অপারেশন টিম। এ সময় অনুমোদনহীন অ্যাগ্রোভেট ওষুধ তৈরি ও বিক্রির অভিযোগে ওই এলাকার ব্যবসায়ী ওয়াহেদ আলীকে (৩৮) আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের সামনে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈন উদ্দিন ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দেড় লাখ টাকা জরিমানা করেন। পরে তাকে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।