অবসরপ্রাপ্ত বিচারপতি মানিকের ওপর হামলা, গ্রেপ্তার ৪
সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের ওপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি অভিযুক্তদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এ কে এম হাফিজ আক্তার।
এ কে এম হাফিজ আক্তার বলেন, এ ঘটনায় পল্টন থানায় বিএনপির অজ্ঞাতনামা ৫০ নেতাকর্মীকে আসামি করে মামলা করা হয়েছে। ওই মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা বিভাগে হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সুমিত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত হোসেন খান, মো. রবিন খান ও কলাবাগান শাখা ছাত্রদলের সদস্য মো. সাগর।
গতকাল বুধবার বিকেলে রাজধানীর পল্টন এলাকায় নিজ গাড়িতে যাওয়ার পথে একটি মিছিল থেকে অবসরপ্রাপ্ত বিচারপতি মানিকের ওপর হামলা চালানো হয়। এ সময় তাঁর গাড়ি ভাঙচুর করে দুর্বৃত্তরা।
জানা গেছে, গতকাল বুধবার শামসুদ্দিন চৌধুরী মানিক, তাঁর গাড়িচালক ও গানম্যানের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গানম্যান রফিকুল ইসলাম বাদী হয়ে বুধবার রাতে মামলাটি করেছেন।
বুধবার মতিঝিল জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এনামুল হক মিঠু এনটিভি অনলাইনকে বলেছিলেন, ‘আমরা শামসুদ্দিন চৌধুরী মানিকের সঙ্গে কথা বলেছি। তিনি থানায় আসবেন বলে জানিয়েছেন। ইতোমধ্যে আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছি।’
হামলার বিষয়ে বিচারপতি মানিক গণমাধ্যমে জানান, বুধবার বিকেল ৪টা থেকে সোয়া ৪টার দিকে একটি বেসরকারি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিতে মতিঝিল থেকে কারওয়ান বাজার যাওয়ার সময় পল্টনে বিএনপির সমাবেশ থেকে এ হামলা চালানো হয়েছে। বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন।
হামলার ঘটনায় মাথায় গুরুতর আঘাত পেয়ে চিকিৎসকদের পরামর্শে ধানমণ্ডির ল্যাব এইড হাসপাতালে ভর্তি হন তিনি।