অল কমিউনিটি ক্লাবের ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা : ডিবি
রাজধানীর গুলশানে অল কমিউনিটি ক্লাবে ভাঙচুর করার ঘটনায় সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিএমপি মিডিয়া সেন্টারে আজ বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কে এম হাফিজ আক্তার বলেন, ‘অল কমিউনিটি ক্লাবের ঘটনাটি আমাদের গুলশান টিমের এলাকায়। আমরা বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করব। এ বিষয়ে যেকোনো ধরনের অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’
চিত্রনায়িকা পরী মণি অল কমিউনিটি ক্লাবে ভাঙচুর করেছেন বলে অভিযোগ উঠেছে। গত ৮ জুন পরী মণি এবং তাঁর সঙ্গে আরও কয়েকজন ওই ক্লাবে গিয়ে গ্লাস ভাঙচুর করেন বলে সরকারি জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, ‘আমরা জেনেছি ৮ জুন গভীর রাতে পরী মণি ওই ক্লাবে গিয়েছিলেন। ৯৯৯-এর একটি ফোনে ওখানকার ঘটনাটি জানতে পারে পুলিশ। তবে পরবর্তীকালে এটা নিয়ে কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আমরা এটা নিয়ে কাজ করব।’
এর আগে গত ৮ জুন চিত্রনায়িকা পরী মণি ঢাকা বোট ক্লাবে গেলে সেখানে তাঁকে ধর্ষণ ও হত্যার চেষ্টা হয় বলে অভিযোগ করেন। এই ঘটনায় গত সোমবার ছয়জনকে আসামি করে মামলা করেন ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকা। মামলার পর পুলিশ প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে।
এদিকে, ঢাকা বোট ক্লাবে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনায় পরী মণির অভিযোগের সত্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। এ বিষয়ে পরী মণিকে জিজ্ঞাসাবাদ করা হবে কি না জানতে চাইলে ডিবির অতিরিক্ত কমিশনার বলেন, ‘একটি মামলা হয়েছে ঢাকা জেলায়। যেহেতু মামলাগুলো চলমান, অবশ্যই প্রয়োজনে সব বিষয় জিজ্ঞাসাবাদের আওতায় আসবে। জিজ্ঞাসাবাদ করে তদন্ত শেষে বিষয়গুলো নিয়ে কথা বলা যাবে।’
এ ছাড়া ডিবির অভিযানে ব্যবসায়ী নাসির ও অমির সঙ্গে গ্রেপ্তার হওয়া তিন নারীর পরিচয় কী এবং নাসির বা অমির সঙ্গে তাঁদের ব্যবসায়িক সম্পর্ক আছে কি না জানতে চাইলে গোয়েন্দা পুলিশের প্রধান বলেন, ‘তিন নারী এখনও রিমান্ডে। রিমান্ড শেষে বিস্তারিত আপনাদের জানানো হবে।’