অস্ত্র মামলায় ছাত্রলীগ নেতা সাঈদী রিমান্ডে
অস্ত্র আইনের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন সাঈদীর দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীর এই আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামি দেলোয়ার হোসেন সাঈদীকে হাজির করে অস্ত্র, মাদক ও সরকারি কাজে বাধা দানের মামলায় ১৫ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। শুনানি শেষে বিচারক অস্ত্র আইনের মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। কিন্তু মাদক ও সরকারি কাজে বাধা দানের দুই মামলায় রিমান্ড নাকচ করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
গতকাল রাজধানীর সবুজবাগ থানায় অস্ত্র ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করে র্যাব।
এর আগে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে অস্ত্রসহ ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহসভাপতি দেলোয়ার হোসেন সাঈদীকে আটক করে র্যাব।