আওয়ামী লীগ গণতন্ত্রের চর্চা করে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সামরিক শাসকদের পকেট থেকে যেসব দল এসেছে, সেসব দলে গণতন্ত্র নেই। আওয়ামী লীগ গণতন্ত্রের চর্চা করে। আজ শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় প্রধানমন্ত্রী একথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘সামরিক আইন দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তারা কীভাবে গণতন্ত্র আনবে? জিয়াউর রহমান ক্ষমতায় এসে গুমের সংস্কৃতি শুরু করেছিল।’
সেই দলের রাষ্ট্রপরিচালনায় গণতন্ত্র ছিল কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।
সরকার যে জনগণের সেবা করে সেটা আওয়ামী লীগ আসার পর প্রমাণিত হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে, জনগণের ভোটের অধিকার রক্ষা করেছে, ভাতের অধিকার রক্ষা করেছে। গণতান্ত্রিক চর্চা করেছে। অবৈধভাবে যাদের জন্ম হয়েছে, তারা এখন গণতন্ত্রের ছবক দেয়।’
ভোটের অধিকার চুরি করলে বাংলাদেশের মানুষ মেনে নেয় না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী।