আওয়ামী লীগ গণদুশমনে পরিণত হয়েছে : রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ইদানীং আওয়ামী লীগের কয়েকজন নেতা প্রতিদিন প্রেস ব্রিফিং করে বিএনপির বিরুদ্ধে মনগড়া বক্তব্য দেওয়াকেই নিজেদের একমাত্র রাজনৈতিক কর্মসূচি হিসেবে গ্রহণ করেছেন। কারণে-অকারণে প্রতিদিন বিএনপির বিরুদ্ধে মিথ্যাচার করছেন তাঁরা। র্যাব-পুলিশের পাহারায় টিকে থাকা আওয়ামী লীগ নেতারা বুঝতেই পারছেন না, তাঁরা এখন গণদুশমনে পরিণত হয়েছেন। তাই অযথা বিএনপির বিরুদ্ধে বালখিল্যসুলভ বক্তব্য, মন্তব্য করা ছাড়া তাঁদের হাতে আর কোনো কাজ নেই।’
আজ সোমবার বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
বিএনপির নেতা বলেন, ‘রাজনৈতিক দল জনগণের ভোটে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র ও প্রশাসন পরিচালনা করবে- এটাই হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের চরিত্র। কিন্তু নিশিরাতের ভোটডাকাত সরকারটি এখন সম্পূর্ণ র্যাব-পুলিশ ও প্রশাসননির্ভর হয়ে পড়েছে।’
সরকার গণতন্ত্র ও আইনের শাসনের কবর রচনা করতে গিয়ে পুলিশকে বেআইনি কাজে উৎসাহ দিচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী। তিনি আরো বলেন, ‘স্রেফ কোনোভাবে ক্ষমতায় টিকে থেকে দুর্নীতি ও লুটপাট চালানোর সুযোগ নিতে নিজেদের আত্মমর্যাদাও বলি দিয়েছে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভা মেয়র আব্দুল কাদের মির্জা সম্প্রতি সুষ্ঠু ভোটের দাবিতে গণঅনশন করেন। এ সময় রাস্তা অবরোধ করে, বাজারে দোকানপাট বন্ধ করে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘আব্দুল কাদের মির্জার বক্তব্য বাংলাদেশের বর্তমান পরিস্থিতির বাস্তবচিত্র। আমরা আশা করি, আব্দুল কাদের মির্জার সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা না খুঁজে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেব আপন ছোট ভাইয়ের বক্তব্যটির গুরুত্ব অনুধাবন করবেন।’
এ সময় রিজভী বিএনপির কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে-
১. ২০১৪ সালের ৫ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ‘কলঙ্কিত অধ্যায়কে’ স্মরণ করে আগামীকাল মঙ্গলবার সারা দেশে বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করবে।
২. আগামী বৃহস্পতিবার সারা দেশে থানা পর্যায়ে বিএনপিসহ সব অঙ্গসংগঠন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ ও বাণিজ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে মানববন্ধনের কর্মসূচি পালন করবে।
৩. নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে আগামী রোববার বিএনপির উদ্যোগে সারা দেশে পৌরসভা ও মহানগরে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। এ উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে এদিন জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় মানববন্ধন হবে।