আগামী বাজেট হবে গরিবদের স্বাবলম্বী করার : অর্থমন্ত্রী
আগামী অর্থবছরের বাজেটকে দরিদ্রবান্ধব বাজেট হিসেবে উল্লেখ করে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী অর্থবছরের জন্য আমরা যে বাজেট তৈরি করতে যাচ্ছি, সেটার লক্ষ্য হবে গরিবদের স্বাবলম্বী করা।
আজ বুধবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর সভাপতিত্বে এ সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আগামী অর্থবছরের বাজেট নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
আগামী বাজেটে গরিবদের জন্য কী ধরনের সুসংবাদ থাকছে- এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘গরিব মানুষের জন্য আমাদের লক্ষ্য হচ্ছে গরিবদের স্বাবলম্বীর দিকে নিয়ে আসা। যারা অতিরিক্ত গরিব আছে তারা গরিব হবে এবং যারা গরিব আছে তাদেরকে আমরা মূলস্রোতধারায় নিয়ে আসব। আমাদের আগামী বাজেট নিবেদিত থাকবে এ দেশের দরিদ্র মানুষের জন্য। দরিদ্ররাই বাজেটে অগ্রাধিকার পাবে।
দরিদ্রদের মাঝে সরকারের অর্থ সহায়তা বিতরণের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, আমাদের পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে যাদের আইডি কার্ড রয়েছে তাদের আমরা সহায়তার টাকা সরাসরি ট্রান্সফার করে দেব। এ জন্য আমরা একটা সিসটেম ডেভেলপ করব। প্রধানমন্ত্রী ঘোষিত আড়াই হাজার টাকা বিতরণের কাজ শিগগির শুরু হবে।