আগুনে ৩ মৃত্যু : জুতা তৈরির কারখানার ছিল না অনুমোদন, নেই ট্রেড লাইসেন্স
সাভারের আশুলিয়ায় গতকাল বুধবার আগুনে পুড়ে তিন মৃত্যুর ঘটনায় ইউনি ওয়ার্ল্ড ওয়ার লিমিটেড নামের জুতা তৈরির কারখানার কোনো অনুমোদন ছিল না। ছিল না ট্রেড লাইসেন্সও। একটি টিনশেড ঘরে জুতা তৈরি করা হতো। সেখানে নারী-পুরুষ কাজ করতেন। আগুনের ঘটনায় সেখানে তিন জনের মৃত্যু হয়।
গতকাল বুধবার রাতে পুড়ে যাওয়া কারখানাটি পরিদর্শনে গিয়ে গণমাধ্যমকে এ কথা বলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম। এ দিন বিকেলে টঙ্গাবাড়ি বঙ্গবন্ধু রোডের কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও অন্তত ২০ জন আহত হন। নিহত প্রত্যেকের স্বজনদের কাছে মরদেহ দাফনের জন্য জেলা প্রশাসকের তরফ থেকে ২৫ হাজার করে টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন ইউএনও।
ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ইউএনও মাজহারুল ইসলাম বলেন, ‘কারখানায় অগ্নিকাণ্ডে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। জুতা তৈরির এ কারখানাটির কোনো অনুমোদন ছিল না। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, কারখানাটির নামে কোনো ট্রেড লাইসেন্সও নেই।’
ইউএনও বলেন, ‘কারখানাটির মালিক-কর্মকর্তা কাউকেই পাওয়া যায়নি। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার এসআই সুদীপ কুমার গোপ। তাঁরা হলেন—টাঙ্গাইল জেলার সদর থানার মালতী পাড়া গ্রামের ইমরাত হোসেনের মেয়ে সুমাইয়া আক্তার (১৫) এবং খুলনা জেলার পাইকগাছা থানার খড়িয়া গ্রামের হামিদ মিয়ার স্ত্রী শাহানারা বেগম (৪৫)। ইউএনও জানান, মরদেহ শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আশুলিয়ার বঙ্গবন্ধু রোডে টিনশেড ঘরে ইউনি ওয়ার্ল্ড ওয়ার লিমিটেড নামের জুতা তৈরির কারখানাটিতে গতকাল বুধবার বিকেল সোয়া ৫টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আনার পর কারখানার ভেতর থেকে তিনটি মরদেহ উদ্ধারের কথা জানান ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার। নিহতদের মধ্যে সুমাইয়া ও শাহানারা ছাড়া আরও এক পুরুষ রয়েছেন।
আগুনের খবর পেয়ে আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। পরে তাদের সঙ্গে যোগ দেয় আরও পাঁচটি ইউনিট। এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস ও শ্রমিকসহ আহত হন অন্তত ২০ জন।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে এখনও কিছু জানা যায়নি।