আগুন নিভে যাওয়া নিউ সুপার মার্কেটে চলছে পরিচ্ছন্নতার কাজ
রাজধানীর নিউমার্কেটের ঢাকা নিউ সুপার মার্কেটে লাগা আগুন সম্পূর্ণভাবে নেভানো হয়েছে। আজ রোববার (১৬ এপ্রিল) সকাল ৯টায় নির্বাপনের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। তারপর থেকে সিটি করপোরেশন ও মার্কেটের কর্মীরা শুরু করেছেন মার্কেট পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।
আজ রোববার দুপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ইউনিটের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট কাজ করে সকাল ৯টায় আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয়।
রাকিবুল হাসান বলেন, আগুনের শুরু থেকে মোট ৩১ জন আহত হন। এর মধ্যে ফায়ার সার্ভিসের ২৫ জন, দুজন আনসার সদস্য, বিমানবাহিনীর একজন, স্বেচ্ছাসেবক দুজন ও রোভার স্কাউটের একজন।
ফায়ার সার্ভিসের আগুন নির্বাপন ঘোষণার পর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও মার্কেটের কর্মীরা মিলে ধ্বংসাবশেষ পরিষ্কারের কাজ শুরু করেছেন। খুলে দেওয়া হয়েছে পার্শ্ববর্তী চাঁদনি চক ও গাউছিয়া মার্কেট। এসব মার্কেট গতকাল শনিবার সারা দিন বন্ধ রাখা ছিল। এ ছাড়া আশপাশের দোকানগুলোও খুলতে শুরু করেছেন ব্যবসায়ীরা।
রাকিবুল হাসান জানান, আগুন নির্বাপনের পর পুলিশের কাছে ভবন বুঝিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম জানান, দোতলা ও তিনতলার বেশিরভাগ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্দিষ্ট সংখ্যাটি সিটি করপোরেশন বলতে পারবে। আমরা ধারণা করছি, ২৫০-৩০০ দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।’
এর আগে গতকাল ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় গতকাল শনিবার সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।