আজ গৃহায়নের ১১ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১১টি বড় উন্নয়ন প্রকল্প আজ সোমবার (৩০ জানুয়ারি) উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রোববার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আজিমপুরে বিচারকদের আবাসন, মিরপুর ও তেজগাঁওয়ে কয়েকটি আবাসন প্রকল্প, রমনা পার্কের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন প্রকল্পসহ বড় ১১টি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিন বলেন, ‘আমাদের অনেক প্রকল্প চলমান রয়েছে। গত অর্থবছরে ১১টি বড় প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এর মধ্যে গণপূর্তের ছয়টি, গৃহায়ন কর্তৃপক্ষের তিনটি ও রাজউকের দুটি প্রকল্প রয়েছে।’