আদিবাসী ছাত্রীকে ‘ধর্ষণ’, গৃহশিক্ষককে মারধর করে পুলিশে সোপর্দ
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এক আদিবাসী কলেজছাত্রীকে (১৭) ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই কলেজছাত্রীর গৃহশিক্ষক আবু সাইদকে আটক করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এরই মধ্যে ওই কলেজছাত্রীর বাবা গতকাল শুক্রবার রাতে তাড়াশ থানায় অভিযোগ করেছেন।
অভিযুক্ত গৃহশিক্ষক উপজেলার তালম ইউনিয়নের বাসিন্দা। ঘটনার পরই বিক্ষুব্ধ এলাকাবাসী তাঁকে মারধর করেছে বলে জানা গেছে। বর্তমানে তিনি সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই কলেজছাত্রীর মা-বাবা স্থানীয় বাজারের একটি স্টলে চা বিক্রি করছিলেন। এই সুযোগে আবু সাইদ মোল্লা ওই কলেজছাত্রীকে পড়াতে গিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। পরে ওই কলেজছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আবু সাইদকে আটকের পর মারধর করে। পরে মুমূর্ষু অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত গৃহশিক্ষককে আটক করা হয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।