আনসার আল ইসলাম সদস্য শাহ পরানের জামিন আবেদন খারিজ
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য শাহ পরানের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আজ সোমবার জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। সেইসঙ্গে হাইকোর্টের দেওয়া জামিনের আদেশ স্থগিত করেন আপিল বিভাগ।
২০২০ সালের ১ মে রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য শাহ পরানসহ তিনজনকে আটক করে পুলিশ। অন্য সদস্যরা হলো ইয়াকুব ও শহিদুল।
ওই তিনজনকে কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখানো হয়। পরে আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়। জবানবন্দি রেকর্ড শেষে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।