আনসার ভিডিপি কার্যালয়ে কিশোরী ধর্ষণ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সের ভেতরে আনসার ভিডিপি কার্যালয়ে এক কিশোরীকে (১৪) ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বকশীগঞ্জ থানায় একটি মামলা করেছেন নির্যাতিত ওই কিশোরীর বাবা।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা পরিষদের ভেতরে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের নতুন একটি ভবনের নির্মাণকাজ চলছে। একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ময়মনসিংহ থেকে শ্রমিক এনে কাজ করছে। ওই ভবনের নির্মাণ শ্রমিক ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া এলাকার রবিন মিয়ার সঙ্গে এক কিশোরীর পরিচয় হয়। শনিবার দিবাগত রাত ৩টার দিকে নির্মাণ শ্রমিক রবিন মিয়া ওই কিশোরীকে আনসার ভিডিপি কার্যালয়ে আসতে বলেন। রবিনের ডাকে সাড়া দিয়ে তাঁর সঙ্গে দেখা করতে গেলে সেখানেই ধর্ষণের শিকার হয় ওই কিশোরী। এ ঘটনা জানাজানি হলে সকালে নির্যাতিত কিশোরীর বাবা বকশীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন।
বকশীগঞ্জ থানার উপপরিদর্শক (এএসআই) শরিফ আহাম্মেদ জানান, ওই কিশোরীর ডাক্তারি পরীক্ষার জন্য রোববার জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়েরের পর বকশীগঞ্জ থানা পুলিশ রবিনকে গ্রেপ্তারের চেষ্টা করছে।