আন্তর্জাতিক ফ্লিট রিভিউ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
কক্সবাজারে বাংলাদেশ নৌবাহিনী আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউ-২০২২ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার বেলা ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফির বিল এলাকার সৈকতে ৩০টি দেশের নৌবাহিনীর অংশগ্রহণে আন্তর্জাতিক এই নৌ মহড়া উদ্বোধন করেন তিনি।
এখান থেকে দুপুরে হেলিকপ্টারে করে কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। সেখানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি।
এটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের তৃতীয় প্রচার সভা। এই সমাবেশে প্রধানমন্ত্রী কিছু প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং কিছু প্রকল্পের উদ্বোধন করবেন। তার জনসভার মঞ্চের পাশেই ভিত্তি ফলকগুলো স্থাপন করা হয়েছে।
এর আগে সর্বশেষ ২০১৭ সালের ৬ মে কক্সবাজার সফর করেন প্রধানমন্ত্রী। সে সময় তিনি কক্সবাজারকে প্রাচ্যের সুইজারল্যান্ড হিসেবে গড়ে তোলার ঘোষণা দেন। তার ঘোষণা অনুযায়ী এই জেলায় ৪০টি মেগা প্রকল্পসহ ৩ দশমিক ৫০ লাখ কোটি টাকা ব্যয়ে ৭৭টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।