আবদুল মুহিতের জানাজার বিষয়ে সিলেট আ.লীগের সভা আহ্বান
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জানাজা ও দাফনের বিষয়ে এক জরুরি সভা আহ্বান করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। আজ শনিবার বেলা ১২টায় হাফিজ কমপ্লেক্সে এ জরুরি সভা অনুষ্ঠিত হবে।
সভায় সব রাজনৈতিক নেতাদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
সাবেক অর্থমন্ত্রীর ভাগ্নীজামাই ড. আহমদ আল কবির জানান, আগামীকাল রোববার সিলেটে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাঁকে সিলেটে দাফন করা হবে। তবে, জানাজা ও দাফনের স্থানের বিষয়ে জানাননি তিনি।
যদিও মহানগরবাসী ও কিছু সূত্রে জানা গেছে, শাহী ঈদগাহ ছিল আবুল মাল আবদুল মুহিতের পছন্দের স্থান। তিনি সেখানে সুউচ্চ মিনারও তৈরি করেছেন। সেখানেই তাঁর তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হতে পারে।
সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন বলেন, ‘দুপুরে আওয়ামী লীগের সভা শেষে জানাজা ও দাফনের স্থান ও সময় ঘোষণা করা হবে।’
আবুল মাল আবদুল মুহিত গতকাল শুক্রবার দিনগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।
এর আগে গত বছর করোনায় আক্রান্ত হলে গত বছরের ২৯ জুলাই আবুল মাল আবদুল মুহিতকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। পরে করোনামুক্ত হয়ে বাসায় ফিরলেও শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন।
১৯৩৪ সালের ২৫ জানুয়ারি সিলেটে তাঁর জন্ম। সরকারি কর্মকর্তা, মন্ত্রী, অর্থনীতিবিদ, কূটনীতিক, লেখক, গবেষক, পরিবেশবিদসহ নানা পরিচয়ে গৌরবোজ্জ্বল আবুল মাল আবদুল মুহিত। বাবা অ্যাডভোকেট আবু আহমদ আব্দুল হাফিজ এবং মা সৈয়দ শাহার বানু চৌধুরী। দু’জনই রাজনীতি ও সমাজসেবায় সক্রিয় ছিলেন। মুহিতের তিন সন্তানের নাম শাহেদ মুহিত, সমীর মুহিত ও সামিনা মুহিত।
সাবেক এই রাজনীতিবিদ ২০১৪ সালে সিলেট-১ আসন থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে শেষ বারের মতো অর্থমন্ত্রীর দায়িত্ব লাভ করেন। দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে ২০১৮ সালের নির্বাচনের আগে তিনি সক্রিয় রাজনীতি থেকে অবসর নিয়ে আর নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেন।
মুহিত ১৯৮২-৮৩ ও ১৯৮৩-৮৪ অর্থবছরে দুবার, এবং ২০০৯-১০ থেকে ২০১৮-১৯ অর্থবছরে টানা ১০ বারসহ সর্বমোট ১২ বার বাজেট পেশ করেন।