‘আম কুড়াতে গিয়ে’ ট্রেনে কাটা পড়ে দুই নারী নিহত
গাজীপুর মহানগরের সালনা এলাকায় ঢাকা-রাজশাহী রেলরুটে ট্রেনের নিচে কাটা পড়ে দুই নারী নিহত হয়েছেন। সালনার টেকিবাড়ি নামক স্থানে আজ শনিবার সকাল ৯টার দিকে বৃষ্টিতে আম কুড়াতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হন তাঁরা।
এরই মধ্যে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) মর্গে পাঠিয়েছে।
নিহত দুজন হলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার কলমাকান্দা এলাকার অটোরিকশা চালক মোতালেবের স্ত্রী মোরশেদা ও উপজেলার বেলতলি গ্রামের হেলালের স্ত্রী সাজেদা আক্তার। তাঁরা দুজন আত্মীয় বলে জানা গেছে।
ঢাকা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল হক ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে সালনার টেকিবাড়ি এলাকায় ঢাকা-রাজশাহী রেলরুটে বৃষ্টির সময় আম কুড়াতে যান দিনমজুর মোরশেদা ও সাজেদা আক্তার। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই দুই নারী নিহত হন। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে।
জানা গেছে, মাত্র পাঁচ দিন আগে মোরশেদার সঙ্গে অটোরিকশা চালক মোতালেবের বিয়ে হয়।