আরেকটি ভুয়া নির্বাচনের পরিকল্পনা চলছে : রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আওয়ামী লীগ আরেকটি ভুয়া নির্বাচন করার পরিকল্পনা করছে। আর বর্তমান সরকারের বিরুদ্ধে বিএনপি লড়াই করে যাচ্ছে। লড়াই করে যাচ্ছে বলেই আওয়ামী লীগ বিএনপিকে বড় শত্রু মনে করে।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘বর্তমান সরকারের বিরুদ্ধে বিএনপি লড়াই করে যাচ্ছে বলেই আওয়ামী লীগ বিএনপিকে বড় শত্রু মনে করে। তারা বড় শত্রু মনে না করলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তিন বছর বন্দি করে রেখেছে। দেশনায়ক তারেক রহমানকে নানাভাবে মিথ্যা সাজা দিয়েছে, যে কারণে তিনি দেশে আসতে পারছেন না।’
বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগের একনেতা সেদিন বলেছেন, কেউ যদি আমার নেত্রীর বিরুদ্ধে কথা বলে, তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা হবে। এটাতো পাড়া মহল্লার সন্ত্রাসীদের কথা, অথচ এই কথা আওয়ামী লীগের বড় বড় নেতাদের মুখ থেকে বের হয়। অর্থাৎ, আওয়ামী লীগে কোনো ভদ্র সুশীল লোক নেই।’
নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, ‘শপথ নিয়ে আমাদেরকে ঘর থেকে বের হতে হবে। মায়ের কাছ থেকে স্ত্রীর কাছ থেকে বিদায় নিতে হবে। এটা জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, আমাদের সবার স্বার্থেই করতে হবে।’
বিএনপির সহধর্মবিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানির সভাপতিত্বে দোয়া মাহফিলে বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহযুববিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।