আরো বেশ কিছুদিন মাস্ক ব্যবহার করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
আমাদের আরো বেশ কিছুদিন মাস্ক ব্যবহার করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ করোনা মোকাবিলায় যে উদাহরণ রেখেছে তা দেখে বিশ্ববাসী প্রশংসা করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের মানুষের জন্য ভ্যাকসিনের ব্যবস্থাও করেছি। আমরা আশা করছি জানুয়ারি মাসের কোনো এক সময় করোনার ভ্যাকসিন দেশে নিয়ে আসতে পারব।’
আজ বুধবার দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমরাও দেশকে এগিয়ে নিতে চাই। উনি (প্রধানমন্ত্রী) যেভাবে নির্দেশনা দিচ্ছেন আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। আজকে করোনাকালে পৃথিবী বেতিব্যস্ত হয়ে পড়েছে। প্রতিটি দেশের অর্থনীতি বিপর্যস্ত কিন্তু বাংলাদেশ অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা এখনো ৫ শতাংশ প্লাসে আছি, আমেরিকা ১৫ শতাংশ মাইনাসে আছে ও ভারত ৭ শতাংশ মাইনাসে চলে গেছে। ইউরোপ বন্ধ হয়ে গেছে, তবে বাংলাদেশ এখনো চালু রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আরো বলেন, ‘আমাদের উন্নয়নের বিরোধিতা করে বিএনপি-জামায়াত জোট। তারা পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছিল। বিদ্যুৎ খাতে দুর্নীতি করে শেষ করে দিয়েছিল। বাড়িতে, কলকারখানায় বিদ্যুৎ ছিল না। আমরা ভুলে যাইনি বাংলাভাই, শায়খ আবদুর রহমানের কথা। মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীদের এমপি-মন্ত্রী বানিয়েছিল তারা। শেখ হাসিনাই তাদের বিচার করে যথাযথ জায়গায় পৌঁছে দিয়েছেন।’
মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা আবারও মাথাচাড়া দিচ্ছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘আমরা তো আর দেশকে অন্ধকারে ঢেকে দিতে পারি না। বাংলাদেশ পেছন দিকে যাবে না, এগিয়ে যাবে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে।’
মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আব্দুল মান্নান, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাব্যবস্থাপক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম, মানিকগঞ্জের পুলিশ সুপার রিফাত রহমান শামীম, জেলা সিভিল সার্জন ডা. আনোয়ারুল আমিন আখন্দ,অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালের প্রকল্প পরিচালক ডা. খান মোহাম্মদ আরিফসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।