আর্জেন্টিনার ১০৬০ ফুট দৈর্ঘ্যের পতাকা মিছিল
জামালপুরের সরিষাবাড়ীতে এক হাজার ৬০ ফুট দৈর্ঘ্যেরে আর্জেন্টিনার পতাকা নিয়ে মিছিল করেছে ফুটবল ভক্তরা। আজ শুক্রবার দুপুরে কাতার বিশ্বকাপ উপলক্ষে সরিষাবাড়ী পৌর এলাকার আরামনগর বাজার থেকে এই পতাকা মিছিলের আয়োজন করা হয়।
জানা গেছে, স্থানীয় মাসুদুর রহমান এই পতাকা তৈরি ও মিছিলের উদ্যোক্তা। এতে তার সঙ্গে সামিল হয় আর্জেন্টিনার অন্য সব সমর্থকরাও। আরামনগর বাজার থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আরামনগর বাজারে ফেরত এসেই শেষ হয় মিছিলটি।
তরুণ, বৃদ্ধ, শিশুসহ তিন শতাধিক আর্জেন্টিনা সমর্থক ও ভক্তরা প্রিয় দলের জার্সি গায়ে ও হাতে পতাকা নিয়ে অংশ নেয় মিছিলে। বাদ্যযন্ত্রের তালে তালে সমর্থকরা মেতে উঠে আনন্দ উচ্ছাসে। সড়কের দুপাশে দাড়িয়ে থাকা সাধারণ মানুষ ও ফুটবলপ্রেমীরাও তাদের এই মিছিলের প্রতি সমর্থন জানিয়ে উল্লাস করে।
উদ্যোক্তা মাসুদুর রহমান জানান, পাঁচ ফুট প্রস্থ ও এক হাজার ৬০ ফুট দৈর্ঘ্য পতাকাটি তৈরিতে সময় লেগেছে তিন দিন। নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে আর্জেন্টিনা দল ও লিওনেল মেসির প্রতি ভালোবাসা ও ভক্তি প্রকাশে এটি করা।