আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি : মো. সাহাবুদ্দিন
দেশের ২২তম রাষ্ট্রপতি পদে আওয়ামী লীগ থেকে মনোনীত করায় বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি গণমাধ্যমকে বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।’
আজ রোববার (১২ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে দেখা করে সাহাবুদ্দিন চুপ্পুর মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এরপর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে তিনি চুপ্পু বলেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ, তিনি আমাকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। এ মুহূর্তে আমার প্রতিক্রিয়া এটুকুই।’
মনোনয়ন জমার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন সাহাবুদ্দিন চুপ্পু। এ সময় প্রধানমন্ত্রী তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রীর অভিনন্দনের জবাবে সাহবুদ্দিন চুপ্পুও রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়ায় তাঁকে (প্রধানমন্ত্রী) ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।