আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ
শ্রমিক বিক্ষোভের মুখে সাভারের আশুলিয়ায় একটি সোয়েটার তৈরির কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। একই সঙ্গে বিভিন্ন অভিযোগে ১১১ জনকে ছাঁটাই করে ছবি টাঙিয়ে দেওয়া হয়েছে গেটে। এতে আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন শ্রমিকেরা। ঈদের আগে কোনো নোটিশ ছাড়াই কারখানার এমন সিদ্ধান্তে সড়ক অবরোধ করেন তাঁরা। পরে পুলিশ এসে তাঁদের সরিয়ে দেয়।
আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের চায়না মালিকানাধীন ফ্যাশনইট কোম্পানি লিমিটেড নামের সোয়েটার তৈরির কারখানায় এ ঘটনা ঘটে। আজ বুধবার সকাল ৮ টায় শুরু হওয়া শ্রমিকদের এ বিক্ষোভ দুপুর পর্যন্ত চলে।
জানা যায়, শুরুতে পণ্য প্রতি মূল্যবৃদ্ধির দাবিতে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে তা কর্মী ছাঁটাইয়ে গিয়ে ঠেকেছে।
শ্রমিকেরা জানান, সোয়েটার তৈরির এ কারখানায় প্রায় এক হাজার ২০০ শ্রমিক কাজ করেন। পরে গত ২ এপ্রিল শ্রমিকরা পণ্য প্রতি মূল্যবৃদ্ধির দাবিতে কারখানায় কর্মবিরতি পালন শুরু করেন। পরে বিক্ষোভের মুখে হঠাৎ করে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে ফটকে নোটিশ টাঙিয়ে দেওয়া হয়। সেই সঙ্গে বিভিন্ন অভিযোগে ১১১ জন শ্রমিককে ছাঁটাই করে তাঁদের ছবি টাঙিয়ে দেওয়া হয়।
শ্রমিকেরা আরও জানান, আজ সকালে কারখানায় কাজে যোগদান করতে এসে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ দেখে বিক্ষোভ শুরু করেন। এ সময় শিল্প পুলিশ তাঁদের কারখানার সামনে থেকে সরিয়ে দেয়।
শ্রমিকেরা জানান, ঈদের আগে কারখানাটি বন্ধ করায় দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা। কোনো নোটিশ ছাড়া এভাবে বন্ধ করে দেওয়ায় পরিবার নিয়ে চলাতেও দেখা দিয়েছে অনিশ্চয়তা।
এদিকে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে, কারখানার মালিক পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।